সংক্ষিপ্ত বিবরণ ১০ মহররমের অনেক ঘটনা | 10th Muharram History | কারবালা To পৃথিবী সৃষ্টি #muharram
১০ মহররমের ১৬ টি ঘটনা শুনবো | 10th Muharram History | কারবালা To পৃথিবী সৃষ্টি
১.আল্লাহ তাআলা এই দিন পৃথিবী সৃষ্টি করেন, আকাশ জমিন পাহাড়-পর্বত সব কিছু সৃষ্টি করেছেন। তার ইচ্ছায় এই দিনেই কেয়ামত সংঘটিত হবে।
২. হযরত আদম (আঃ) এর সৃষ্টি:
মানবজাতির পিতা হজরত আদম (আ.)-কে এই দিন জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়। আবার এই দিন আল্লাহ তাআলা আদম (আ.)-এর দোয়া কবুল করেন। এছাড়াও এ দিনে মানবজাতির মা হাওয়া (আ.)-এর গুনাহ মার্জনার পর তার সঙ্গে আরাফার ময়দানে পৃথিবীতে প্রথম সাক্ষাৎ হয় আদম (আ.)-এর।
৩.আল্লাহর প্রিয়নবী হজরত ইবরাহিম (আ.)-কে অত্যাচারী বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। তিনি অগ্নিকুণ্ডে ৪০ দিন থাকার পর মহররমের ১০ তারিখ মুক্তি লাভ করেন।
৪. নূহ (আঃ) এর কিস্তি:
আল্লাহর নবী নুহ (আ.)-এর জাতির লোকেরা আল্লাহর নাফরমানি করেছিল। বারবার সতর্ক করার পরও তারা আহ্বানে সাড়া না দেওয়ায়, আল্লাহর শাস্তি মহাপ্লাবনে নিপতিত হয় । এই দিনে নূহ (আঃ) এর কিস্তি মহাপ্লাবনের পর জুদি পর্বতে এসে থেমেছিল।
৫. আল্লাহর নবী আইয়ুব (আ.) ১৮ বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। তিনি এই দিনে মহান আল্লাহর রহমতে পূর্ণ সুস্থতা ও সুস্বাস্থ্য লাভ করেন।
৬. হজরত সুলাইমান (আ.)কে পৃথিবীর রাজত্ব দান।
৭. হজরত ইউসুফ (আ.) ছিলেন ইয়াকুব (আ.)-এর ১২ সন্তানের একজন। ১১ ভাই ষড়যন্ত্র করে তাঁকে কূপে ফেলে দেয়। মহান আল্লাহর অনুগ্রহে এক বণিক দল তাঁকে উদ্ধার করে। এরপর ১০ মহররম দীর্ঘ ৪০ বছর পর তিনি পিতা আইয়ুব (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
৮. বনি ইসরাইলের নবী হজরত মূসা (আ.) ফেরাউনের কবল থেকে রক্ষা।
৯. ঈসা (আ.)-কে তাঁর জাতির লোকেরা হত্যা করার চেষ্টা করে। মহররমের ১০ তারিখ মহান আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন।
১০. হজরত ইদ্রিস (আ.) কে আসমানে উত্তোলন।
১১.হজরত দাউদ (আ.)কে বিশেষ সম্মানে ভূষিত।
১২. খায়বার যুদ্ধের বিজয় অর্জন।
১৩. মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন।
১৪. হজরত সোলায়মান (আ.)কে হারানো বাদশাহি ফিরিয়ে দেওয়া।
১৫. প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে হিজরত করে মদিনা শরিফে আগমন।
১৬. কারবালার যুদ্ধ:
কারবালার মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা। মহররম মাসের ১০ তারিখে আল্লাহর নবী (স.)-এর প্রিয় নাতি হোসাইন (রা.) কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন। ৬১ হিজরীর ১০ই মহররম ফোরাত নদীর তীরে কারবালা নামক স্থানে ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর ৭২ জন সঙ্গীর সাথে ইয়াজিদ বাহিনীর এক অসম যুদ্ধ হয়। এই যুদ্ধে ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর সঙ্গীরা শহীদ হন।

Comments
Post a Comment