ভবে কেউ কারো নয় দুঃখের দুখী - Hounted Ripon | Allah Bolo Monore Pakhi Akbar #lalonshah #allah
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী
Cover By : Hounted Ripon
লালন সাঁই জী বিখ্যাত একটি গান
________________ Song Lyrics,
- আল্লাহ বল মন রে পাখী,
- মাওলা বলো মনরে পাখী একবার,
- ভবে কেউ কারো নয় দুঃখের দুখী।।
- ভুলো না রে ভব ভ্রান্ত কাজে,
- আখেরে এসব কান্ড মিছে।
- আসতে একা যেতে একা,
- এ ভব পিরিতের ফল আছে কি।।
- হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই,
- বাড়ির বাহির করেন সবাই,।
- কেবা আপন পর কে তখন,
- দেখে শুনে খেদে ঝরে আঁখি।।
- গোরের কিনারে যখন লয়ে যায়,
- কাঁদিয়ে সবাই প্রাণ ত্যাজতে চায়।
- ফকির লালন বলে,
- কারো গোরে কেউ না যায়,
- মন থাকিতে মন হয় একাকি।।
Allah Bolo Monore Pakhi Akbar Watching This Video Song

Comments
Post a Comment